মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

মেট্রোপলিটন লাভ

অসংখ্য রাস্তার একটা দীর্ঘ লম্বা রাস্তা, মাঝখান বরাবর ডিভাইডার তার উপর গাছ, মাঝে মাঝে নিয়ন হলুদ আলো, দুধার দিয়ে বয়ে চলা ফুটপাথ, তারপর মানুষ, তারপর আলো আর তারও পরে উচ্চতা, থেমে থাকা যান, সন্ধ্যাবেলায় একসাথে জ্বলে ওঠা হেড লাইটের আলো, আর লাল সিগনালে থেমে থাকা হর্নের শব্দ ,জনস্রোতের সমুদ্র, তারপরই হঠাতই জেগে যাওয়া, ধোয়া ওঠা কার্বনের চারপাশ, আর ইঞ্জিন চালু হওয়া, ব্যালকনির ধার দিয়ে চোখ যাওয়া দূরের রাস্তা, ফুটপাথে দোকানীর পরসা, হকারের হাকডাক আর ট্রাফিকের বাশির শব্দ, হাতে সুটকেস অন্তরে তাড়া, হাতের ঘড়ি দুরন্ত ছুটে চলা, ভীড় ঠেলে বাসে চাপা, আর রাস্তার পাশে থেমে থাকা বাস গুলার সামনের সংরক্ষিত আসন, হঠাতই থেমে যাওয়া মানুষের ওঠা নামা, চায়ের ধোয়া, ধোয়াটে চারদিক হারিয়ে যাওয়া নতুন আসা, রিকশার পিছনে নায়িকার আকুতি, সিনেমা হলে নায়কের মারামারি, ক্লাব থিয়েটারে রংমঞ্চ, দূরত্ব, পথে দূরপাল্লার যাত্রার ক্রমাগত ডেকে চলা, উচু ছাদের নিচু তলা, নিচু ছাদের উচু তলা, দূরে তাকিয়ে আকাশ দেখা, পার্ক রেস্টুরেন্ট এ প্রেমের বাজার জমে ওঠা, বিশ্ববিদ্যালয়ের চত্তরে আড্ডা মারা, অন্ধকারে ডুবে যাওয়া নগরে একবিন্দু আলো খোজা, হাতড়ে ফিরে চেয়ে চলে বিপথগামী রা, কখনো হাতে ছুরি, মুখে গালি আটকে ধরা রাজপথ, মানুষের এগুনো, ব্যাবসায় ঠকানো, দূরে দাড়িয়ে দুই হাতে গোনা টাকা, মার্কেট মলে বিষন্নতা, রমনীদের ক্রমাগত কেনাকাটা, গাড়ির কালো ধোয়া, নোংড়া রাজপথ, পাশে দাড়িয়ে আগুন জ্বালানো, পার্কিং ফাকা রাস্তা ভরা, পুলিশের পথচলা, পাব্লিকের গালাগালি, টাকার খেলা, আর বারে বারে তোলা বুথ থেকে টাকা, হারিয়ে যাওয়া চেনা রাস্তায়, খুজে পাওয়া অচেনা রাস্তা।

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...