বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

একাকী দীর্ঘ রাতের


হয়তবা এভাবেও জীবন কেটে যায় সেভাবে কেউ চায় না । ।

সেই টিপিক্যাল পড়ালেখা রাত জাগা ছবি আকা আর চা খাওয়া । ভোরবেলা এটেনডেন্সের আশায় ক্লাস করা । 
মাঝে মাঝে চোখ বন্ধ করলে অদ্ভুদ কিছু দেখা যায় । 
পানসে জীবন স্বাদে গ্রামিন শব্দ বড় অস্বস্তি হয় । । 
কালো ধোয়ার ভীড়ে হারিয়ে যাওয়া অনওয়ে রাস্তার স্পীড লিমিটের সাইন গুলা আমার খুব মনে পড়ে । 
অন্ধকার ব্যালকনির আবছা আলোতে শুন্যতার মাঝেই পূর্নতা খুজে ফেরে মাতাল হওয়া ঘরের রাস্তা ভুলে চলে আসা সেই পরিবারের অবাধ্য ছেলেগুলি । । 
আমার খুব পিপাসা লাগে মনে হয় সমুদ্রসম জ্বল দিয়েও মিটবে না পিপাসা ঘুমিয়ে পড়া সরু রাস্তায় কুকুরের রাজত্ব চলে। । । 
ঘুম চোখে নিষ্পাপ মানুষ গুলি কিছুতেই উঠতে চায় না । । 
একাকী দীর্ঘ রাতের প্রতিটি সেকেন্ড হিসাব রাখে নিচু ক্লাসের প্রথম ছেলেটা । ।
চশমাটা হারিয়ে পাপী দুনিয়ার পাপ গুলা দেখতে পায় না সে ক্রমাগত ডাকে কেউ শোনেনা জোনাকির আলোই সদ্য ঘুম ভাঙ্গা সে অপরাধে সমুদ্র সম পিপাসা নিয়ে ছেলেটা আলো নিভিয়ে দেয় 

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...