শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

বীরাঙ্গনা দুহিতা

মেয়েটা লড়াই করতো, ঢাল তলোয়ার নয় মনস্তাত্ত্বিক যুদ্ধে সম্মুখ থেকে লড়ে যেত সে। বারবার ভেঙ্গে যেত, আবার উঠে পড়তো, আবার লড়ে যেত সে। বার বার হারতে হারতে লড়াই করে বেচে ছিল ও, চোখের জ্বলে ভিজে যেত চোয়াল, শক্ত চোখে নরম হাতে নিজেকে কষ্ট দিতে পারতো ও, লড়তো কোন শত্রুর বিপক্ষে নয়, নিজের বিরুদ্ধে আর নিজের ভালবাসার বিরুদ্ধে, অসংখ্য কষ্টের আঘাতে জ্বলে ক্ষত বিক্ষত হয়েছে হৃদয়, অসংখ্য ঘুমন্ত রাতের নিরঘুম সাক্ষী ও, হাপিয়ে উঠেছিল প্রকৃতি, চলছিল তার অদৃশ্য যুদ্ধ, হারিয়ে গিয়েছিল শত্রু নয় বন্ধু, যাকে ও ভালবেসেছিল, তবুও টিকে ছিল ও, বার বার পড়তে পড়তে রক্ত জমেছে ওর শরীরের প্রতিটি কোষে, নরম মনে পড়েছে সহস্র ছুরির আঘাত, রক্ত নয় চোখের জ্বলে বন্যা হয়েছে তার চারধার জুড়ে, তবুও হেরে যায় নি সে, কখনো হারবেও না, হেরে যাবে বার বার বিশ্বাসঘাতক বন্ধু যার হাতে ছুরি ছিল না ছিল না ধারালো বর্শা, তবুও প্রতিনিয়ত রক্তাক্ত করেছে ওকে, সব রক্ত শুকিয়ে গিয়েছে আলো ওঠার আগেই, খোলা আকাশ ভিজেছে জমাট বাধা রক্তে, লড়াই থেমে যায় নি, লড়াই থামে না, হেরে যায় ভীতুরা, ভাল থেকো আশকা।

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...