একটা দৃশ্য আমার চোখের সামনে খুব ভাসে তা হচ্ছে সম্পূর্ণ অন্ধ একজন মানুষ অসংখ্য প্রখর দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ দের পথ দেখিয়ে বহুদূর নিয়ে যাচ্ছে। মানুষটা চোখ দিয়ে পৃথিবীর আলো দেখে না, পথ কি রকম তাও সে জানে না তবুও কিভাবে যেন সে সবাইকে বহুদূর নিয়ে যাচ্ছে। পেছনের অসংখ্য মানুষগুলার চোখে ভয়, অজানা দূরত্ব আর বহুদূরে যাবার তীব্র প্রয়োজন। নিভে গেছে সব আলো, থেমে গেছে দূর পৃথিবীর কোলাহল, অন্ধকার পথ এতটুকু চাঁদের আলো। হাতে কোন লাঠি নেই চোখে কোন আলো নেই, সামনে কোন শব্দ নেই, শব্দহীন যান্ত্রিক নগরের ব্যাস্ত মানুষগুলাও নেই। আলোহীন শব্দহীন এই পৃথিবীর পথ দেখাচ্ছে অন্ধ এক মানুষ। চোখ গুলা নির্ঘুম, চিন্তাগুলা আটকে গেছে বন্ধ হয়ে গেছে বেচে থাকার রাস্তাগুলা। দূর পৃথিবী দাড়িয়ে আছে বিশাল এক মানব লাইনের অপেক্ষায়। মেঘ নেই আকাশে, আছে অনুকরণ করার অসংখ্য মানুষ। হেটে চলেছে, বিরতি নেই বিশ্রাম নেই, নেই মানবিক প্রয়োজন, চলে যাচ্ছে পৃথিবী দূরে আপন অক্ষে ঘুরে, মানুষ গুলা এগিয়ে যাচ্ছে ধীরে। দূর পৃথিবীর আলোটা ক্রমশ দূরে যাচ্ছে। অন্ধ ব্যাক্তি পথ দেখিয়ে চলেছে।
সোমবার, ২২ জুন, ২০১৫
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...