শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫

ভালবাসার শুরু যেখানে

পরিচয় টা হয়েছিল একদম শুরুর দিকে , একদম ছোট বেলায়,সেই হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়ার ও আগে, বুঝতে শেখার কিছু পরেই। সেই স্কেক্রেড হার্ট স্কুলে পড়ার দিনগুলাতে। আর প্রথম দেখা হয়েছিল জন্মের পর পরই। 
১৯৯৭ শালে যখন স্কুল লাইফের শুরু তখন আব্বুর একটা সিডিআই বাইক ছিল। প্রত্যেক দিন আব্বু বাইকে করে স্কুলে দিয়ে আসত আবার নিয়ে আসত। ট্যাঙ্ক এর উপর বসে পড়ে যেতে পারি এই ভয়ে আব্বু দুই লুকিং গ্লাসের রড কানেক্ট করে আর একটা এক্সট্রা রড লাগিয়ে দিয়েছিল ওটা ধরে আমি বসে থাকতাম আর আব্বু চালতো।এভাবেই শুরুটা হয়েছিল বাইক কে ওই বয়সে এতটাই ভাল লেগেছিল যে যদি কোন কারনে আব্বু একদিন ব্যাস্ত থকতো আর আমার রিকশা করে স্কুলে যাওয়া লাগতো আমি যাইতে চাইতাম না বাইনা ধরতাম বাইকেই যাব। মায়ের কাছে কত বকুনি শুনেছে এই জন্য বাবা বকত না কাজ টা দ্রুত শেষ করে বাইকে করে ঠিকই বাসায় নিয়ে আসত আমাকে। দেখতে দেখতে সামনে বসার দিন গুলা শেষ হয়ে গিয়েছিল সামনের থেকে আমার সিট হল পিছনে আব্বুর মাজা ধরে শক্ত করে পিছনে বসে থাকতাম। আর সামনের সিট টা তত দিনে দখল করে নি আমার ছোট বোন। তারপর জিলা স্কুল শুরু হল তখন ও বাবার সাথে বাইকে করে যাই আর মাঝে মাঝে রিকশা কিন্তু বাইনা করার লেভেল টা তখন কমে গিয়েছিল।২০০৪ এ ক্লাস সিক্স এ থাকতে বাবা সুযুকি সামুরাই নামে সবুজ রং এর আরেক টা বাইক কিনলো। তখন থেকেই বাইকের পিছনের সীট থেকে সামনের সীটে বসার একটা লোভ হতে থাকলো।। বাসায় যখন বাইক টা পার্ক করা থাকত ডাবল স্ট্যান্ডে তখন সুযোগ পেলেই চালানোর অভিনয় করতাম মুখ দিয়ে হর্ন দিতাম। মাঝে মাঝে চাবি টা চুরি করে এনে শুধু হর্ন বাজাতাম। তারপর লেভেল টা আরেকটু বাড়ালাম বাইক টা যখন আমাদের বাসার সামনেই উঠানে থাকত স্ট্যান্ড তুলে ঠেলে ঠেলে চালাতে ট্রাই করতাম অনেক ভারি লাগত বাইক টা। তবুও চেষ্টা করতাম। আমার এত আগ্রহ দেখে আব্বু একদিন নিজে থেকেই আমাকে বাইক চালনো শেখাবার উদ্দোগ নিল সামনে বসিয়ে গিয়ার কি, ক্লাচ কি, এক্সেলেটর কি , ব্রেক কি , চোক কি সব ধীরে ধীরে চিনিয়ে দিল বাসার মাঠে আব্বু কি বসিয়ে চালাতে চেষ্টা করতাম। এভাবেই ২০০৫ এর একদম শুরুতেই মোটামুটি ভালই চালানো শিখে গেলাম আমি। সেই সুযুকি সামুরাই এর একটা নেট থেকে নামানো ছবি যেটাতে করে শিখেছিলাম। বেশীর ভাগ সময়ই চালানোর অনুমতি পেতাম না তাই তখন ঠেলে চালানোর অভ্যাস টা থেকে গিয়েছিল। কিছুদিন পর বাইক টা আমাদের বাসা থেকে চুরি হয়ে যায় । অনেক কষ্ট পেয়েছিল আব্বু তার থেকেও বেশী পেয়েছিলাম আমি। অনেক খোজাখুজি করেও কোন লাভ হল না আব্বু তাই সেম জিনিস সেম কালারের আরেক পিস কিনলো। স্কুলের শেষ দিন গুলাতে আমি আর সেবা সুযোগ পাইলেই বাইকটা নিয়ে বেরিয়ে যেতাম। আর উৎসব এর ও একটা সি ডি ছিল ওকে কোন দিনই ধরতে পারতাম না শুধু ধোয়া দেখতাম সামনে। দুঃখজনক ভাবেই এই বাইকটা আবারো চুরি হয়ে যায়। এবার খোজাখুজির পর কিছুটা খোজ পাওয়া যায় অনেক ঝামেলা করে উদ্ধার হয় কিন্তু কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। তবুও চালাতাম। কত বার ঠেলে ঠেলে স্টার্ট দেওয়া লাগছে :P
তারপর ঈদ আসলেই হইছে বাইকটা নিয়ে সারা যশোর টাউন ঘুরে বেড়াতাম।।
বাবা বলেছিল এস এস সি তে গোল্ডেন পেলে বাইক কিনে দিবে আমাকে আমি পেয়েছিলাম আর বাবা কথা রেখেছিল যদিও একটু দেরী হয়েছিল তবুও আমাকে একটা লাল পালসার ১৩৫ এল এস কিনে দিয়েছিল সেকেন্ড ইয়ারে থাকতে কি যে মজা লাগত কলেজে যেতে ফার্স্ট ইয়ারে থাকতে দেখতাম কিছু সিনিয়র বাইক নিয়ে আসতো কলেজে আর সেকেন্ড ইয়ারে আর দেখে কে লাল বাইক লাল হেলমেট পুরাই পাংখা লাগত আমার নিজের কাছে। তারপর বিকালে আব্র কোচিং এ যাওয়া। নিচে বাইক রেখে ভীতরে থেকে বরাবরই টেনশন হত আমার। সারদিন খালি ঘুরে বেড়াতাম প্রত্যেকদিন বাইপাস ক্যান্ট এর মেইন এন্ট্রেন্স যার যেখানে দরকার ছিল ছুটতাম খালি। এভাবেই ছোট থেকে দেখতে দেখতে কখন যে ওর প্রেমে পড়ে গেছি জানি না, বাইক মানেই ভালবাসার বস্তু বাইক মানেই ফিল।
২০১২ তে চুয়েট ভর্তি হবার পর মনে হল আর ১৩৫ না এবার ১৫০ এর পালা লাল পালসার ১৩৫ বিক্রি করে দিয়ে কিনে ফেললাম কালো পালসার ১৫০ যেটা আজ অব্ধি আছে। আমি এখন চট্টগ্রামে থাকি আর বাইক টা থাকে যশোরে। অনেক বুঝাইলাম বাবাকে বাবা আমার আর বাইকের প্রেম টা বুঝলোই নাহ :( তার এক কথা এত দূরের শহরে বাইক দিব না, দিন গুলা এখানে বিরহে কাটে আমার , একাকিত্ব ফিল করি আমি , কালো পালসার সামনে দিয়ে গেলে বুকের ভেতর কেমন যেন করে ওঠে। অন্যরা যখন ফিল করে ক্যাম্পাসে তাদের একটা গার্লফ্রেন্ড থাকা দরকার তখন আমি ভাবি ক্যাম্পাসে আমার বাইক টা থাকলে কত্ত না রোমান্সিং হত :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...