বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব্যাপার।আমি যা ভাবি সেটা হতে ভুল তবে হোক না ভুল তাতে কি?ব্যক্তিগত ধারনা তো ভুল হতেই পারে।আসলে সম্পর্কটা বহুমখী এর কোন নির্দিষ্ট দিক মাত্রা বা সীমাবদ্ধতা নয়।পুরা জগত আসলে ইন্টার রিলেটেড।জীব জগত সব কিছুর ভিতরেই এটা আছে।প্রতিটি মানুষই আরেক জনের সাথে সম্পর্কিত এটা নানা দিক হতে পারে।এবার ভাবা যাক স্থায়িত্ত্ব নিয়ে কিছু সম্পর্ক থাকে যেগুলো হওয়ার পর থেকে এমন থাকে যে এগুলো কথনো ছিড়ে বা নষ্ট হয় না যাকে কেউ রক্তের সম্পর্ক বলে।আবার কিছু গড়ে দুটি ভিন্ন লিঙ্গের মধ্যে রক্ত থাকে না কিন্তু এটা বড় শক্ত হয়।মানুষ যেমন মানুষের সাথে সম্পর্কিত তেমনি পশুপাখি অথবা জড়র সাথেও কাউকে সে ফেলতে পারে না ।কিছু কিছু আছে যেগুলো সমাজ মানতে চায় না।আমি জানি আমি কারো সাথে বিশেষভাবে সম্পর্কিত নয়।আসলে এটা ব্যাখা দেওয়ার মত সঠিক যোগ্যতা আমার নাই।কত সম্পর্ক হয়তবা গড়ে ওঠে মনের অগোচরে যা কখনো ঠিক টের পাওয়া যায় না এমন।এভাবেই মানুষের জীবনে সম্পর্ক একটা গুরুত্ব পূর্ন জায়গায় বসে আছে এর ব্যাপকতা প্রায় ইনফিনিটির কাছাকাছি।
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
পরিচয় টা হয়েছিল একদম শুরুর দিকে , একদম ছোট বেলায়,সেই হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়ার ও আগে, বুঝতে শেখার কিছু পরেই। সেই স্কেক্রেড হার্ট স্কুল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন