রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

সার্চ লাইটের আলোয়

পৃথিবীতে কিছু কিছু আধাঁর থাকে যা আলো কোনদিনই দূর করতে পারে না।আলোর এই এক বড় ব্যার্থতা মনে হয় আলো দেয়াতে ঐ আধাঁর আরো বহুগুনে বেড়ে যায়।মানুষের জীবনে অসংখ্য বার এই অধ্যায় আসে।না চাইতে আসে ।সামনে থাকা মানুষ হঠাত্‍ ই হারিয়ে যায়।একজন মানুষের হারিয়ে যাওয়া শুধুমাত্র তার ব্যাক্তিগত ব্যাপার নয়।মানুষের জীবনটা একটা ইনফিনিটিভূজ অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত।কোন না কোন দিক দিয়ে সবাই ইন্টার লিংকড।একজন আমারো হারিয়ে গেছে সেই শুন্য আঁধারে অসংখ্য বারের বেশি কেঁদেছি আর বলেছি ।এত বড় আঁধারের মাঝে আমি কোথায় পাব আমি খুঁজতে থাকব সার্চ লাইটের আলোয় জানি কোনদিন দুইটি রেখা একবিন্দুতে মিলিত হবে না।সমান্তরাল রেখা কখনো তা করেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...