চট্টগ্রামে থাকার সুবাদে এখন পর্ষন্ত অনেকগুলা বৌদ্ধ মন্দির ঘোরার সুযোগ হয়েছে ।একটা মন্দিরে একটা লেখা দেখে আমার চোঁখ আটকে যায় লেখাটি ছিল "ঈশ্বরের প্রতি ভালবাসাই হচ্ছে প্রেম আর মানুষের প্রতি ভালবাসা হচ্ছে কাম " ।কথাটা মাথায় ঢুকে যায় আচ্ছা আসলেই কি তা? আমি বুঝলাম কথাটার দীর্ঘ একটি মিনিং আছে কিন্তু কথাটা কি আদৌ পুরাপুরি সত্য নাকি পুরাটাই ঠিক আমার বোঝার অজ্ঞতা? আচ্ছা ধরে নিই কথাটা সত্য তাহলে দেখা যাক কি হয় তাহলে প্রেম ব্যাপারটা একমাত্র ঈশ্বর শব্দের সাথেই যায় বাকি সব কাম ।আচ্ছা কাম ব্যাপারটা তো শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতিই আসে যদিও কিছু সময় এর বিপরীতটা আমি আমরা দেখতে পায় সেটা আসলেই একপ্রকার অসুস্হতা ধরে নিচ্ছি।কিন্তু ভালবাসা তো শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি আসে তা তো না ।ভালোবাসার তো একাধিক মাত্রা পিতামাতার প্রতি ভালবাসা ভাইবোনের প্রতি ভালবাসা বন্ধুর প্রতি ভালবাসা মানুষের প্রতি ভালবাসা।প্রতিটি তার নিজের অবস্হান থেকে ভিন্ন আর আলাদা।প্রতিটি কারো সাথেই যায় না বা মেলে না তাহলে মানুষের প্রতি যে ভালবাসা তা কামনা ক্যামনে হয়? আচ্ছা ভালবাসা বলে পৃথিবীতে কিছু আছে তো? আমার না মনে হয় পৃথিবীতে ভালবাসা বলে কিছু নাই।জানি আমি সঠিক না তবুও।আচ্ছা অবশ্য আজকের দিনে অবশ্য ভালবাসার সংজ্ঞা বদলে গেছে আজকে ভালবাসা বলতে আমি আমরা বুঝি প্রেমিকার প্রতি ভালবাসা প্রেমিকের প্রতি ভালবাসা।আজকের দিনে সবই বদলে গেছে মন্দিরের ঐ কথাটাই সঠিক কাম সবই কাম।কিন্তু জানি অনেকেই বিশ্বাস করবেনা তবুও বলি আমাকে বন্ধুরা প্রায় বলত দোস্ত মেয়েটাকে তুই কেন ভালবাসিস অথবা পছন্দ করিস কি দেখে পছন্দ করলি? তার ফিগার তার মৌখিক সৌন্দর্য ? আমি বলি মৌখিক সৌন্দর্য আমার কাছে দৈহিক সৌন্দর্যটা কখনোই গুরুত্বপূর্ন মনে হয় নি আমি কোনদিনও তার বুকের দিকে তাকাই নি ।দেখতে ইচ্ছে হয় নি কতটা সুন্দর তার ফিগার ?একটা মায়াময়ী মুখের দুটি সমুদ্রসম আঁখির প্রেমে পড়েছিলাম আমি আমার মনে তো কোন কামনা ছিল না ।আর কামনা তো পরের ব্যাপার ।যদি সব হত তাহলে কামনাও হত প্রয়োজনেই হত।ভালবাসা আর কামনা তো এক না।আর প্রেম মানে কি যখন দুই পহ্মের ভালবাসা এক সরলরেখার এক বিন্দুতে মিলিত হয় সেটাই প্রেম।তাহলে ঈশ্বর ছাড়া বাকি প্রেম কিভাবে কাম হয়?হয়তবা এটা খুবই উচ্চ মাচের কথা যেগুলা মাথার উপর দিয়ে যায় অথবা এন্টেনায় ধরে না ।অথবা আমি বুঝি না।তবে অন্তত আমার কাছে ব্যাপারটা তো এমন হয় ।আমি বিশ্বাস করি অন্তত কাউকে তীব্র ভালবাসাটা কামনা হয় না হতে পারে না ।আমি ঠিক তো আমার পৃথিবী ঠিক বাকিরা ঠিক তো বাকিদের পৃথিবী ঠিক।অথবা মন্দিরের কথাটা ঠিক এক প্রেহ্মাপট দিয়ে যা আমি অবগত নই।হতে পারে সবই হতে পারে এই জগত সংসারে কিছুই অসম্ভব নয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন