ভাবের জগত বড়ই বৈচিত্রময়।এই পৃথিবীর প্রতিটি মানুষই ভাবের জগতে থাকে কেউবা বাস্তবে কেউবা অবাস্তবে।আমিও ভাবের জগতে থাকি আসলে সবই অবাস্তব তবুও বাস্তব বাস্তব লাগে।চঁশমা ভাবের জগত আনার একটি অনন্য মাধ্যম।চঁশমা পরার অনেকগুলা অসুবিধার মাঝে একটা অসুবিধা হচ্ছে চঁশমা খুললে দূরের জিনিস সবই দেখা যায় কিন্তু সমস্যা হচ্ছে কিছু বোঝা যায় না বোঝা যায় কিছু লেখা আছে কিন্তু কিন্তু পড়া যায় না কি লেখা দেখা যায় কেউ একজন আসতেছে কিন্তু কে আসতেছে তা বোঝা যায় না একটা সময় পর্যন্ত খুব খারাপ লাগতো এটা ভেবে ।ভাবতাম ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি আচ্ছা এইটাই কি তাহলে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া? কিন্তু এখন চশমা খুলে যখন বাইরে তাকাই তখন কেমন যেন লাগে ঘোর লাগা ঘোর লাগা ভাব।একটা লাইট ছড়িয়ে যাচ্ছে যাচ্ছেই ১টাকে ৪ থেকে ৫ টা দেখায়।আলো ছড়িয়ে যায়।আরো একটা অদ্ভুদ সুন্দর অনুভূতি হচ্ছে যখন বৃষ্টি হয় আর বৃষ্টির ফোঁটা গুলা এসে চশমার কাঁচে পড়ে আলোতে দেখলে অদ্ভুদ সুন্দর দেখায়।রাতে প্রায় যখন আমি হাটি লম্বা দীর্ঘ প্রায় ফাঁকা রাস্তায় তখন চশমাটা খুলে বুকে ঝুলায়ে দিই । কয়েক মিটার সামনের বস্তুগুলা অস্পষ্ট হতে থাকে।তারপর এভাবে আলো আঁধারের মাঝে নিজেকে হারিয়ে ফেলি।আসলে সত্যি কথা বলতে চশমা খুললে নিজেকে জগতের সবচেয়ে অসহায় মানুষের মধ্যে একজন মনে হয়।আসলে মানুষের দুঃখটা অসীম চাহিদা নয়।মরে গেলে চাহিদা শেষ হয় কিন্তু দুঃখ থামে না কোনদিন।চশমা খুললে দুনিয়াটা বড় আজব মনে হয়।ফাঁকা ফাঁকা অদ্ভুদ এক ফাঁকা শূন্যতা ।আচ্ছা এভাবেই কি সব চশমা পরা মানুষগুলা একসময় অন্ধ হয়ে যাবে?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন