মানুষের জীবনের গল্প বলতে যাওয়া প্রায় দুরূহ একটা কাজ।প্রায় অর্থহীনও। বটে সবার সাথে কারোও মেলে না প্রায় প্রতিটি আলাদা স্বত্তা ।আমি প্রায় ভাবি চোঁখ বুজে প্রতিটি মানুষের জীবনের গল্পই আসলে এক কিন্তু এক একজন একেকভাবে নেয় একেক ভাবে উপস্হাপন করে।আচ্ছা এটা কি ঈশ্বর কতৃক নির্ধারিত নাকি পুরাটাই কাকতালীয় ? আমি বুঝতে পারি না।সবার জীবনে চাঁদ আসে তারা যায় লোডশেডিং হয়।সবার জীবনের ঘটনা আসলেই এক ।জন্ম নেওয়া বেঁচে থাকা আর মরে যাওয়া।মূল বেস তো এই তিনটা ।প্রতিটি মানুষের জীবনের একটা রুট থাকে যেই রুট ধরে সে আমৃত্যু পর্যন্ত চলতে থাকে ।অসংখ্য বাঁধা ডিঙ্গিয়ে সে যায় যাইতে থাকে এবং প্রায় প্রায় সে পড়ে যায় কেউ হয়ত হাটতে থাকে পাশেই সে না হয় একটু হাতটা ধরে তুলে দেয় আবার চলে যায় অদৃশ্য হয় কখনোই তাকে আর দেখা যায় না।রবীঠাকুর বলেছিলেন যে প্রতিটি মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপ ।পরোহ্ম ভাবে তিনিও বললেন প্রতিটি মানুষের জীবনের গল্পই এক।একটা ছেলে বা একটা মেয়ে এখানে খুব একটা তফাত গড়তে পারে না।আপাত দৃষ্টিতে আমি ভাবি আমরা ভাবি অন্যের সাথে আমাদের কত্ত অমিল তবে গল্প এক কি করে হয় ? হয় আসলেই হয় ।দৃষ্টি পরিবর্তন করতে হয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়।আসলেই সবই সম্ভব চাইলেই সম্ভব।হাত বাড়ালেই আকাশ ছোঁয়া যায় সময় থামিয়ে দেওয়া যায় যদি তুমি চাও।তুমি পার তোমার মত করে।সবার ই একটা ভিত্তি সপ্ন থাকে যা প্রায়ই পূরন হয় না।সবারই একটা ভিত্তি বিশ্বাস থাকে যাকে আঁকড়ে সে বেঁচে থাকে।সবারই কেউ কেউ বিশেষ থাকে যাদের জন্য সে বেঁচে থাকার সপ্ন দেখে।সবারই মেঘ থাকে যেখানে সে ভেসে বেড়াতে পারে।সবারই অশ্রু আছে অনুভূতি আছে সবাই চাই পৃথিবীটা তার মত হোক।একজন কবি একজন ডাক্তার কিন্তু এক দুইজনে ভাবতে পারে একজন মেডিকেল সাইন্সে অন্যজন কলমের কালিতে একজন চিত্র শিল্পী তার রং এ একজন মানুষকে ভাবে কবি কাব্যে ডাক্তার ঔষধে সবাই আসলেই একটা চিকন সুতার উপর দিয়ে হাঁটছে অনেক চিকন যা প্রায় দেখা যায় না।হাঁটতে হাঁটতে পড়ে যায় আবার হাঁটে।অনন্ত এ যাত্রা চলতেই থাকে।প্রতিটি মানুষ একই জিনিস ভাবতে পারে কেউ যুক্তিতে কেউ কল্পনায়।আমি ভাবি আমার মত করে সবাই তার মত করে।এইভাবে পৃথিবী চলে নিজের মত করে ।আর এই তো জীবনের গল্প
রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন