মানুষের জীবনে কোন কিছুই কি স্থায়ী আর একেবার শেষ হয়ে যায় নাকি কিছুটা হলেও থেকে যায়?কোন মানুষই কি পারে নিজেকে সরিয়ে নিতে অচেনা এক জগতে?আমার কাছে তো তা মনে হয় না।একটা কাজ অথবা অন্য কিছু তো মানুষকে প্রতিনিয়তই করতেই হয়।ধরি পড়াশুনা করা ।ঐ যে কোন কবি বলেছিল না সবার আমি ছাত্র।মানুষ মারা গেলেও তার স্মৃতি পড়ে থাকে।আমার মনে হয় প্রতিটি কাজ কখনো পুরাপুরি শেষ হয় না।আবার হতেও পরে কারন আমার ধারনা ভুলও হতে পারে।কত আশা কত সপ্ন আর কত প্রত্যাশা নিয়ে বেঁচে থাকে মানুষ তা কি কথনো শেষ হয়ে যেতে পারে?জীবনে সব কিছু পেয়ে গেলেও কোন একটা অচেনা কারনে জীবন কিন্তু অপূর্ন থেকে যেতেই পারে।পূর্নতা আর অপূর্নতা মনে হয় একটা আপেহ্মিত ধারনা।আচ্ছা একটা মানুষ কি কখনো পুরোপুরি পূর্নতা পায়? ১০০% মনের মত পৃথিবী কি কারো জন্য চলে?হয়তা বিষাক্ত ভাইরাসের মত ছোট একটি অপূর্নতা সমস্ত পূর্নতাগুলো দূরে ঠেলে দেয়।পরিপূর্নতা বলতে আসলে ঠিক কি বোঝায়?শত ভাগ চাওয়াকে পাওয়া হিসেবে আঁকড়ে ধরা অথবা অন্য কিছু।সত্যিই মানুষের জীবনে কতিপয় সময় আসে যখন সব কাজের উদ্দেশ্য লাভ আর অর্থ খোঁজার প্রয়োজন পড়ে না।অচেনা আর অপ্রিয় সেই অর্থহীন কাজগুলো এসে হ্নদয়ে কড়া নাড়ে।প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনটাই বড় হয়ে দাঁড়ায়।অর্থহীন কাজগুলো করার জন্য বহু অর্থযুক্ত কাজ থেকে দূরে সরে যেতে হয়।মানুষের জীবনটাকি তাহলে সত্যিই অপূর্ন অসমাপ্ত আর অর্থহীন?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন