কত দূরে চাঁদ কত দূরে তারা আর কত দূরে আকাশ কত শত মাইল।চোখটা বন্ধ করি দেখা যায় আঁধার আর আঁধার।কত দূরে নদী কত দূরে তিনি।শীত বর্ষা চলে যায় চলে পূর্নিমার রাত তবুও দিন চলে যায় সময় কেটে যায়।না পাওয়ার অর্থটাকে বারে বারে খুঁজে ফিরি।ঐ দূরে থাকা তারাদের বলি ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস কোথায় আছে কেমন আছে ।কত কাছে আছি বাস্তবে আর জীবনের অন্য অর্থে কতনা দূরে।রোদ নেমে যাওয়া বিকাল অথবা চাঁদ থাকা রাতে একা ছাদে দাঁড়ায়।মিটিমিটি করে জলে তারা ।কেউবা কাছের কোথাও যাই।জলে যা পড়ে গেছে তা কি আর ফিরে পাওয়া সম্ভব?যে ভালবাসার রং জলে গেছে সেই রংটুকু খুঁজে পাওয়া দায়।কত শত দিন চলে গেল দেখা নাহি মিলিল।কাছে থাকা সূর্যটাকে কিছুতেই ছোঁয়া গেল না।কি কারন যায় নি সে বলে কি ভুল আমি করেছি ভুলে। মনে হয় জানে না আকাশ জানে না তারা কেমন আমার অবস্থা।শুনল না কথা মানল না অনুরোধ চলে গেল দূরে জালিয়ে আগুন কোখায় যে সে চলে গেল আগুনে পুড়ে মরি জল ঢালে না কেউ।কেন এসেছিল পিকাসোর বুকে মিথ্যা মোহের আলো নিয়ে।চলে যাওয়া পথে তাকিয়ে থাকি কত মানুষ আসে যায় ফিরে।আসে না থেকে যায় দূরে।কত টুকু দূরে থাকলে যাকে বলি ইনফিনিটি তার থেকেও দূরে থাকে সে।
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
পরিচয় টা হয়েছিল একদম শুরুর দিকে , একদম ছোট বেলায়,সেই হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়ার ও আগে, বুঝতে শেখার কিছু পরেই। সেই স্কেক্রেড হার্ট স্কুল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন