বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

নীল জোছনা

আচ্ছা জোছনার রং কি কখনো নীল হতে পারে?আহারে এমন যদি হত যে নীল রং এর চাঁদের আলো পূথিবীতে এসে পড়ছে আর সবাই আমরা অবাক হয়ে দেখছি।হয়তবা এমন দৃশ্য পৃথিবীতে কখনো মিলবে না আবার হয়তবা কোন একদিন দেখা গেল নীল আলোয় ভরে আছে চারপাশ।দাঁড়িয়ে আছি একা অচেনা কোন এক জায়গায় আলো বা ছায়া কোনটাই দৃষ্টিতে আসছে না।পথহারানো নাবিকের মত অনুভুতি হচ্ছে মনে হচ্ছে বহু দূরের কোন এক অচেনা দ্বীপে এসেছি যেখানে হয়তবা কোনদিনই কারো আসার প্রয়োজন পড়ে না।হয়তবা কেউ কল্পনা করে না এখানে তাকে আসতে হবে।মনে হয় যেখান থেকে কখনো ফিরে আসা সম্বব নয়।চোখটা বুজে ফেলি স্পষ্ট দেখতে পায় একটা নীল সমুদ্র।বুকের মধ্যে কেমন যেন অনুভূতি হয়।একা হয়তবা হেঁটে বেড়ায়।রাতের যখন প্রায় শেষ তখন যেন কেমন যেন বদলে যায় চারপাশ।মৃদু আওয়াজ কানে আসে।অসংখ্যবার টিউন করা চ্যানেলটাতে জকিদের গলার আওয়াজ আস্তে করে বেজে আবার থেমে যায়।পশ্চিমের আকাশে তাকায় অস্বাভাবিকতা চোখে বাদে না।নীল আলো হয়ত নিভে গেছে বহু বহুদিন পূর্বে দূর আকাশে আর নীল আলোর দেখা মেলে না দুষ্টু পরীটা আর মাঝ রাতে গান গায় না।বহু রাতে আমি আর নুপুরের শব্দ পায় না।চুপ করে থাকতে পারি অনেক সময়।ভেবে নিতে বাধ্য হতে হই যে নীল জোসনা পাওয়া হয়তবা কোনদিনই সম্বব নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...