বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

অন্ধকার ভালবাসা

অনেক দিন আকাশটা শুন্যতায় ঢেকে ছিল।আলো ছিল না চারদিকে।শুন্যতা পূর্নতা দূর করে এনে দিয়েছিল এক অবসাদ এক ক্লান্তি।ইহকাল পরকালের সমস্ত আঁধার বিছানো ছিল সবখানে।শুন্য আকাশটা তৃষ্ণায় হাহাকার করে যেত।মধুময় স্মৃতি গুলা চোখের সামনে ভাসত।এক অপরিমেয় ভালবাসা অজান্তেই গড়ে উঠছিল।দেখাদেখি নয় শুধুমাত্র অনুভবে প্রতিটি হ্মনে ভালবাসার প্রদীপ জ্বলে উঠছিল।না পাওয়ার এক তীব্র বেদনা এসে গ্রাস করে ফেলেছিল শুন্য সেই আকাশটাকে।আকাশে ছিল না চাঁদ ছিল না তারা ভালবাসার আলো আজও পৌছায় নি সেখানে।সেখানে ছিল এক তীব্র জলন্ত কোন পিন্ড যা জলে উঠত থেকে থেকে।হাসি কান্না নিভে গিয়ে এক অচেনা জগত সৃষ্টি হয়।ভালবাসার একটা শুন্য বেলুন সেই আকাশটার নিকট এলাকায় ঘুরে ফিরত।ভালবাসা পাখি ক্রমেই জেগে ওঠে।বাধাহীন অনন্ত সীমাহীন মরুময় পথে আলোক সমুদ্রের গর্জনে একটা মাতাল পরিবেশ সৃষ্টি হয়।ভালবাসা রঙ্গিন বেশে প্রায়শ জেগে উঠত।প্রান্তে প্রান্তে প্রতিটি প্রান্তরে তার বিচরন।সেই এসে চলে যেত দেখা দিত না থেকে যেত দূরে বহুদূরে।তা সে বুঝত না অথবা বুঝেও না বোঝার ভান করত।জীবন বড় বিচিত্র কী হতে কি হয়।জানি না।শুন্য হাতটি যখন বাড়ানো ছিল কে যেন তাতে বাধাঁ পেত।অবাক ব্যাপার।হঠাত্‍ একদিন আকাশে অনেক আলো দেখা গেল এতটা যে তাকানো যায় না।শুন্য আকাশটা ভরে গেল এক অচেনা অথবা চেনা পুরানো আলোতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...