যা হারিয়ে যায় তারে কি আর যায় পাওয়া? যা চলে গেছে সীমার বাইরে তারে কি আদৌ পাওয়া সম্ভব কখনো? আমি জানি না অথবা আমি জানতেও পারি। এই পৃথিবীর বেশীর ভাগই জিনিসই অচেনা আর অদেখাই থেকে যায়। না আমি মনে করি যা গেছে তা গেছেই তা ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়।রবীবাবু সম্ভবত পোষা পাখিকে নিয়ে কথাটা বলেছিলেন যে যা ভালবাস তা মুক্ত করে দাও যদি কখনো ফিরে আসে তাহলে তো তোমার আর যদি না ফেরে তাহলে তা কোনদিনই তোমার ছিল না।হ্যাঁ বিশ্বকবি আমিও তো তাকে মুক্ত করে দিয়েছিলাম কই সে তো আজ ও ফিরলো না অবশ্য তা দ্বারা বুজাচ্ছে সে কখনই আমার ছিল না অবশ্য কথাটা কোনভাবেই মিথ্যা বলা যায় না ।যা হারিয়ে গেছে তা কোনদিনই আসলে কোনদিনই পাওয়া সম্ভব না যতই না গুনি ব্যাক্তিরা ডায়ালগ ছাড়ুক।আমি খুঁজে ফিরেছি শতবার হারিয়ে যাওয়া আমাকে আমার আরেকটা স্বত্তা কে ।আমি জানি না প্রতিনিয়ত কেন সবাই সবাইকে হারিয়ে ফেলে ।প্রতিনিয়ত আমি চেন্জ হচ্ছি আগের আমি আর এই আমি পুরাই আলাদা তাহলে কি এই দুটা পুরা নতুন স্বত্তা নয় কি?হ্যাঁ স্বত্তা মানুষের অসংখ্য স্বত্তা থাকে যা সে নিজেও জানে না ।কখা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে যে আসলেই হারালে কিছুর পহ্মে ফিরে আসা সম্ভব কিনা?পথ চলতে পথ চলতে আমি হারিয়েছে পথ শতবারেরও অধিক আমি জানি না কোথায় সে কোথায় তার অস্তিত্ব আর কোথায় তার অনেকগুলা স্বত্তা? না ও সত্যিই হারিয়ে সময়ের গহবরে যেখান থেকে সবাই ফিরলেও সে ফিরবে বলে মনে হয় না।হারিয়ে পাওয়া যায় হারানো জিনিস।তবে হারিয়ে পাওয়া যেতে পারে তারই আরেকটা অস্তিত্ব যেটা সেই লালন করে অনেক দূর দিয়ে।নতুন হারানো আমি পায় প্রায় নতুন রং লাগে ভালো ।হারাতে হারাতে আমাকে আমি বারবারই আরেকটা স্বত্তাই যাকে আমি ভালবাসি।তারো কি একটা অতিরিক্ত স্বত্তা নাই যে হারিয়ে যেতে চায় বারে বারে?
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন