বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

তোমাদের শহরে

আচ্ছা পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটা কি এতই জরুরী যতটা জরুরি একজন মানুষের জন্য অক্সিজেন?এর উত্তর সম্ভবত দুটি হ্যাঁ এবং না।দুটি উত্তরের সাপেহ্মে সমান আর অধিক যুক্তি দেখানো যায়।পৃথিবীতে বহু প্রশ্ন আছে যেগুলোর একই সাথে দুটি উত্তর থাকে। কি উদ্দেশ্য এই উদ্দেশ্যহীন ভাবে অনন্ত অসীমে অল্প সময়ের জন্য দুর্গম পথে যাত্রার?আচ্ছা পৃথিবীটা কি সবার অনুকূলে ঠিক যেমনটা চায় সবাই?নাকি পৃথিবীটা যার যেমন ইচ্ছা তেমন?আমি খুব অবাক হই আর ভাবি আচ্ছা আমরা যাচ্ছি কোথায়?সম্পূর্ন ভিন্ন ধর্মী দুটি কল্পনা অথচ একই সাথে আমাকে আঘাত করে ।ঐ যে বললাম বেঁচে থাকাটা জরুরী কিনা?আমার প্রায় মনে হয়েছে বেঁচে থাকটা একেবারেই জরুরী না অর্থহীন ভাবে খানিকটা সময় কাটানো পৃথিবীতে সময় কাটাবার অর্থ হচ্ছে দুঃখ কষ্ট আর অপ্রিয় মুহুর্ত গুলাকে টেনে নিয়ে বেড়ানো এ ছাড়া বেঁচে থাকা মানে হলো মান অভিমান সুখ আর দুঃখ।যখন সবকিছুতে নিজের অবস্থান খুব দূরে হয় তখন এমনটা মনে হয়।খুব বাজে একটা সময় তখন কাটে মনে হয় কেউ নেই কোন শব্দ নেই যান জন কেউ নেই।অদ্ভুদ আর এক বিরাট শুন্যতা অনুভূত হয়।চেনাকে ও বিরাট অচেনা মনে হয়।পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে অদৃশ্য মনে হয়।নিজেকে অনুভূতিহীন রোবট মনে হয় তখন কার অনুভূতি সত্যিই কি লাভ এই দুঃখের সাগরে সাঁতরাবার।মাঝে মাঝে আবার ঠিক এর উল্টা অনুভূতি হয়।গানিতিক ভাবে 1/এই অনুভূতি। যখন সব কিছুই নিজের অনুকূলে চলে বা নিজের অবস্হান সব কিছুর সাথে হয় তখন মনে হয় না পৃথিবীতা নিষ্ঠুর আর অবিবেচক।তখন মনে হয় কি লাভ বোকামি করে তার চেয়ে যতদিন সম্ভব এই জীবনকে উপভোগ করি ।কিছু কিছু মুখ যার জন্য মনে হয় এই ইউনিভার্সকে যতটা খারাপ আর স্বার্থপর ভেবেছিলাম তা ততটা নয়।আচ্ছা কেন এমন হয় যে এই সল্প সময়ের জন্য এই অল্প পথের বেশী দূরত্ব পাড়ি দেবার।কেউ কি পেরেছে এই পথ পাড়ি দিয়ে অন্য পথে যেতে?প্রতিটি মানুষই এক একটা নৌকা অথবা বিচ্ছিন্ন ভাঙ্গা দ্বিপ যেখানে সে একেবারেই একা কেউ তাকে দেখবার নেই অথচ আমরা বারেবারে ব্যর্থ প্রচেষ্টা করি তা দেখার অথচ তা দেখা কখনো সম্ভব নয়।আমরা এই আছি এই হাসি এই সূর্য ওঠে পৃথিবী ঘুয়ে যায় ক্যালেন্ডারের পাতা বদলে যায়।তবুও মনে হয় এই তো আছি বেশ।আমাদের ভাঙ্গা নৌকায় অচেনা দ্বিপে ছুটছি বেশ জানি হারিয়ে যাব তবুও নৌকা নিয়ে আগাচ্ছি ।জানি না এই নৌকা কোথায় গিয়ে থামে আর কোথায় গিয়ে সে কোন অবাস্তব নগরীতে উঠি আমি!যেতে চায় ঐ শেষে যেথায় যাবার মত সময় থাকবে না এই পৃথিবীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

My Favourates

নৈঃশব্দবতী ০১

আমার   প্রায়ই   সেই   রাতটার   কথা   মনে   পড়ে ,  সেই   দীর্ঘ   রাতটার   কথা ,  প্রতিটি   শীতের   রাতের   যোগফলের   থেকেও   দীর্ঘ   সেই   ...