একটা সময় বা নির্দিষ্ট সময় ছিল যেই পর্যন্ত জীবনটা ছিল সুখের আনন্দের আর মজার।আবেগ অনুভূতি ছিল না ,না ছিল ভালবাসার মত নোংরা একটা শব্দের সাথে পরিচয়।ছিল না জটিলতা আর বাধ্যবাধকতা।কঠিনতাও ছিল না তখন।ঠিক নিজের পছন্দের মত একটা পৃথিবী ছিল যেখানে বিচরন করা খুব কঠিন ছিলনা।প্রকৃতি এতটা কঠিনও ছিল না।ছিল না বাস্তবতা মেনে নেওয়ার মত কঠিন এক সময়।জীবনটা বড় সুখের ছিল।নির্দিষ্ট ক্লান্তিকর রুটিনের বাইরে যাওয়ার সুযোগ ছিল।আরো অনেক হয়ত কিছু।ভাল সময় আসলে কম দিনই স্থায়ী হয়।নির্দিষ্ট ঐ সময়টা আস্তে আস্তে কেটে যেতে থাকে। আনন্দ ময় জীবনটা সহজ থেকে কঠিন আর কঠিনতর হতে থাকে।আনন্দ আর সেই মজা গুলো দৌড়ায়ে পালাতে থাকে তাকে যায় না ধরা কিছুতেই।সব কিছুই যেন কঠিন আর প্রতিকূলে চলে যেতে থাকে।আবেগ ভালবাসা গুলো বাড়তে থাকে স্বভাবতই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন জন্মাতে থাকে।ক্লান্তিকর দৈন্দদিন জীবনের রুটিনকে অবহেলা করা কঠিন হয়ে পড়ে।প্রকৃতির আসাধারন রুপ দেখতে হয়।বাস্তবতা মেনে নিতে হয়।প্রিয় মানুষের চলে যাওয়ার দৃশ্য দেখতে হয়।পড়াশুনার চাপে পড়ে যাওয়ার মত অবস্থা হয়।বহু মানুষের সাথে প্রতিযোগিতা করতেই হয় একটি মাত্র আসনের জন্য পরিবার পরিজন ফেলে কত দূরে চলে আসতেই হয়।নাহ্ ছোটবেলার পড়ালেখা যেমন সহজ ছিল আর জীবনটাও ছিল আনন্দ আর সুখের।I am still missing my school life.......
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
My Favourates
নৈঃশব্দবতী ০১
আমার প্রায়ই সেই রাতটার কথা মনে পড়ে , সেই দীর্ঘ রাতটার কথা , প্রতিটি শীতের রাতের যোগফলের থেকেও দীর্ঘ সেই ...
-
অবচেতনা কি?প্রায় আমি ভাবতে চেষ্টা করি ।অবচেতনা বলতে ঠিক কি বুঝায়।আমার কাছে যা মনে হয় তা হল যে কাজটি মানুষটি একে বারে ভাবনা চিন্তা ছাড়াই...
-
বলা হয় সম্পর্ক শব্দটি যত ছোট এর ব্যাপকতা নাকি ঠিক ততটাই বেশী।ব্যাপারটি নিয়ে আমিও ভাবি অনেক সময়।সত্যিই তো তাই সম্পর্ক তো অনেক গভীর একটা ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন